করোনার জন্য ব্যাপক ভাবে আঘাত প্রাপ্ত মানুষের দৈনন্দিন জীবন। অতি বাড়ির এই সময়ে বহু মানুষই চাকরি খুইয়েছে। অনেকে ভয় আর সংসয়ে ওয়াক ফ্রম হোম জব খুঁজছে। আর অনেক সেক্টর ত ওয়ার্ক ফ্রম হমেই কাজ চালিয়ে যাচ্ছে। আর এমনই এক  সুযোগকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ইউজারদের বড় ক্ষতির চেষ্টা সাইবার অপরাধীদের।



কিভাবে চলছে জালিয়াতি?হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে প্রাইস এই চাকরী কিছু মেসেজ আসে। সেখানে বলা হচ্ছে, ৫০ টাকা দিয়ে নথিভূক্ত করলেই মোটা টাকার চাকরি! কত টাকা? দাবি করা হচ্ছে সারা দিনে মাত্র থেকে 3 ঘন্টা সময় দিলেই ইউজাররা রোজ রোজ 3000 টাকা করে রোজগার করতে পারবে।অর্থাৎ মাসের শেষে একজন হোয়াটসঅ্যাপ ইউজ এই হিসেবে মোট 90 হাজার টাকা ইনকাম করতে পারবেন। 





সম্প্রতি সংবাদমাধ্যম India Today এর এক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঘটনার তদন্তে জানা গিয়েছে যে, এই কাজ আসলে সাইবার অপরাধীদের। বাজারে এই ধরনের লোভনীয় কোন কাজ নেই, যেখানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিরাট পরিমাণে টাকা রোজগার করা যেতে পারে। ইন্ডিয়া টুডের রিপোর্টে পরিষ্কারভাবেই জানানো হচ্ছে। এগুলি আসলে ভুয়ো। সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপে ইউজারদের চ্যাটে একটি লিংক পাঠাচ্ছে।সেই লিংকটি ক্লিক করতে বলে ইউজারদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাঙ্ক ডিটেলস সবকিছু হাতিয়ে নিতে চাইছে সাইবারক্রাইম দের দল।



তাই এই ধরনের হোয়াটসঅ্যাপ মেসেজ এর ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক হওয়া জরুরী। তার আগেও প্রয়োজন বাস্তবটা একবার চিন্তা করার, কারণ দেশে যেখানে চাকরির অভাব, সেখানে এই ভাবে মোটা টাকার প্রলোভন দেখিয়ে কোন সংস্থায় চাকরির অফার করে না। আর কেউ যদি চাকরির অফার করেই থাকে, তাহলে সে কেন টাকা চাইতে যাবে? তার থেকেও বড় কথা, আপনাদের কেউ যদি সত্যই চাকরি দিতে চান, তাহলে তিনি Whatsapp  বা কেন মেসেজ করতে যাবেন?



এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার WhatsApp এ এমন ধরনের চাকরির মেসেজ এসেছে থাকে, তাহলে কি করণীয়? বাঁচার সবথেকে সহজ উপায় হচ্ছে, সেই কন্টাক্ট ব্লক করে দিন।পাশাপাশি আপনি সেই কন্টাক্ট এর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের রিপোর্ট করতে পারেন। অবশ্যই সতর্ক থাকুন! না হলে মোটা টাকা রোজগারের স্বপ্ন নিজের সে সম্পর্ক হারাতে হতে পারে আপনার।





কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন